মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইসির সীমানা পুনর্নির্ধারণ : দ্বিতীয় দিনে ২০ আসনের ৫১৩ আবেদনের শুনানি

 প্রকাশিত: ২২:৩৬, ২৫ আগস্ট ২০২৫

ইসির সীমানা পুনর্নির্ধারণ : দ্বিতীয় দিনে ২০ আসনের ৫১৩ আবেদনের শুনানি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দ্বিতীয় দিনের শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হয়।

কুমিল্লা অঞ্চলের ২০টি আসন নিয়ে মোট ৫১৩টি দাবি-আপত্তি শুনানি হয়। এর মধ্যে খসড়ার বিপক্ষে ২৩৮টি এবং পক্ষে ২৭৫টি আবেদন ছিল। এর আগে প্রথম দিনে আরও ২০ আসনের শুনানি সম্পন্ন হয়েছিল।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, মঙ্গলবার ঢাকার বিভিন্ন আসনের মোট ৩১৬টি আবেদন শুনানি হবে। এরপর ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের আবেদনগুলো শোনা হবে।

গত ১০ আগস্ট পর্যন্ত সংসদের ৮৩টি আসন নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে। এসব নিষ্পত্তির পরই কমিশন চূড়ান্ত সীমানা প্রকাশ করবে। এর আগে গত ৩০ জুলাই সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করা হয়েছিল।

সে খসড়ায় ভোটার সমতা আনার জন্য গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়া হয়। পাশাপাশি ঢাকাসহ আরও ৩৯টি আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব করা হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “৬৪ জেলার গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এই গড় ধরে হিসাব করলে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানো যৌক্তিক হয়েছে। এতে ভোটার সমতা নিশ্চিত হয়েছে।”

শুনানি শেষে ইসি জানিয়েছে, সব দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে খুব শিগগিরই চূড়ান্ত সীমানা ঘোষণা করা হবে।