হবিগঞ্জে জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে দলের একাংশের নেতা–কর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে দলের একাংশের নেতা–কর্মীরা সোমবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মিছিলটি কোর্ট মসজিদ এলাকায় শুরু হয়ে চৌধুরী বাজারে শেষ হয়।
বিক্ষুব্ধ নেতা–কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুগ্ম আহ্বায়ক জি কে গউছ তাঁদের পেশাদারি ও অংশগ্রহণ এড়িয়ে ৬ সেপ্টেম্বর জেলা সম্মেলনের আয়োজন করছেন। তারা বলেন, সম্মেলনের প্রস্তুতি চলাকালীন ত্যাগী নেতাদের বাদ দিয়ে নির্বাচনী প্রক্রিয়া তদারকি করা হচ্ছে।
সমাবেশে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, আহমদুর রহমান আবদাল, অধ্যাপক এনামুল হক ও কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। তারা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলও করেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটি একাংশের মত বিরোধিতার কারণে এই সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। জি কে গউছের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।