মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:২৩, ২৫ আগস্ট ২০২৫

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের

অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেছেন।

কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে রোহিঙ্গা সংকটের সমাধানে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি এখনই বন্ধ করতে হবে, না হলে তারা মাতৃভূমি থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ হওয়ার ঝুঁকিতে পড়বেন। তাঁর সাত দফা প্রস্তাবে রয়েছে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি, আন্তর্জাতিক দাতাদের সমর্থন নিশ্চিত করা, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা সংরক্ষণের আহ্বান, গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহি ত্বরান্বিত করা।

তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের জন্মভূমির সঙ্গে তাদের নাড়ির সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাই এখন আর কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকা যায় না। কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এখনই।”

অধ্যাপক ইউনূস বাংলাদেশে আশ্রয় প্রাপ্ত ১৩ লাখ রোহিঙ্গার অবস্থার কথাও তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তাত্ক্ষণিক সহযোগিতা অনুরোধ করেন। তিনি বলেন, “রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমার। সমাধানও সেখানেই নিহিত। সব পক্ষকে দ্রুত কঠোর ও দৃঢ় পদক্ষেপে সমস্যার অবসান ঘটাতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয় রোহিঙ্গা গণহত্যা স্মরণে। সংলাপে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।