মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১১ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন পেছানোর ‘চেষ্টা করছে’ বিশ্ববিদ্যালয় প্রশাসন:ইয়ামিন

 প্রকাশিত: ২০:৫৬, ২৩ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচন পেছানোর ‘চেষ্টা করছে’ বিশ্ববিদ্যালয় প্রশাসন:ইয়ামিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পেছানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনএমন অভিযোগ তুলেছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।

শনিবার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কৃত্রিম সংকট তৈরি করে ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রার্থীদের ছবি ও নাম হালনাগাদ করার দাবি জানিয়েছি, তারা উল্টো বলছে এতে অনেক সমস্যা হবে। অনাবাসিক শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়েও প্রশাসন জটিলতা তৈরি করছে।”

বিন ইয়ামিন অভিযোগ করেন, “ডাকসুতে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজারও প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এর মানে হলো, আমাদের নিয়মিত আন্দোলন চালিয়ে যেতে হবে। তারপর যদি কোনো সংঘর্ষ হয়, তখন বলা হবে ডাকসু নির্বাচনের মতো পরিবেশ নেই।”

তিনি বলেন, সময়সীমা বাড়ানো নিয়েও প্রশাসনের পক্ষপাত স্পষ্ট। “আমরা নানা দাবি জানিয়েছি, তা শোনেনি প্রশাসন। অথচ একটি ছাত্রসংগঠনের ঝামেলাকে কেন্দ্র করে মনোনয়নপত্র সংগ্রহের সময় এক দিন বাড়ানো হলো। তাহলে কার প্রভাবে এই সিদ্ধান্ত হলো, তার জবাব চাই আমরা।”

ভিপি প্রার্থী বিন ইয়ামিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “অনেক লড়াইয়ের পর ডাকসু আজ এই পর্যায়ে এসেছে। কোনোভাবেই আমরা নির্বাচন বানচাল হতে দেব না। যারা প্রভাব বিস্তার করতে চাইছে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা সতর্ক থাকুন।”

এসময় তিনি ডাকসু ভোটের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংবাদমাধ্যমকে ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’ আয়োজনের আহ্বান জানান। তার ভাষায়, “আমরা চাই শিক্ষার্থীরা সরাসরি আমাদের প্রশ্ন করুক। এতে প্রার্থীদের জবাবদিহিতা বাড়বে এবং শিক্ষার্থীরা বুঝতে পারবেন কারা তাদের জন্য যোগ্য।”

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।