মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দাবি না মানলে আমরণ অনশনের হুমকি নন-ক্যাডার প্রার্থীদের

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:৫৫, ২৪ আগস্ট ২০২৫

দাবি না মানলে আমরণ অনশনের হুমকি নন-ক্যাডার প্রার্থীদের

দাবি না মানলে আমরণ অনশন: ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের হুঁশিয়ারি

তিন দফা দাবিতে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা রোববার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন। প্রার্থীরা জানান, দাবি না মানলে মঙ্গলবার থেকে তারা আমরণ অনশন শুরু করবেন।

তাদের তিন দফা দাবি হলো:

নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা (সংশোধিত)-২০২৫ দ্রুত গেজেট প্রকাশ করা।

৪৩তম থেকে ৪৭তম বিসিএসে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদ পৃথক বিজ্ঞপ্তি ছাড়াই বাতিল করা।

ভাইভায় উত্তীর্ণ কিন্তু ক্যাডারবঞ্চিত প্রার্থীদের সর্বাধিক সংখ্যককে নন-ক্যাডার পদে সুপারিশ করা।

সমাবেশে ফারুকুল ইসলাম বলেন, “মেধাভিত্তিক নিয়োগ যারা চায় না, সিন্ডিকেটের স্বার্থে তারা টালবাহানা করছে। চলমান সব বিসিএসে ভাইভায় উত্তীর্ণদের ন্যূনতম একটি চাকরির ব্যবস্থা করতে হবে। দাবি না মানলে মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু হবে।”

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। পিএসসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্মুক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী পদপূরণ করছে।”

৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা অভিযোগ করেছেন, প্রায় ৯ হাজার শূন্যপদ থাকলেও পিএসসি এখনও সুপারিশ কার্যক্রম শুরু করেনি। এতে প্রায় ৬,৫০০ ভাইভায় উত্তীর্ণ প্রার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।