বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ

জুতা নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তাঁর ছবিতে জুতা নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করা হয়।
শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ফজলুর রহমান সম্প্রতি পাঁচ আগস্টের আন্দোলনকে ‘কালো শক্তি’ এবং জুলাই গণ–অভ্যুত্থানের সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলেছেন। এর প্রতিবাদেই তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানের আহতদের সংখ্যা নির্ধারণ, চিকিৎসা, মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। ফজলুর রহমানকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এবং জুলাই গণ–অভ্যুত্থানের বিরুদ্ধে যারা টক শোতে কথা বলেন, তাঁদের নিষিদ্ধ করতে হবে।”
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম অভিযোগ করেন, “আওয়ামী লীগের দোসররা জুলাই গণ–অভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এরা বিএনপির ভেতরে থেকেও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছে। ফজলুর রহমানকে দ্রুত স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।”
সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন বলেন, “ছাত্র–জনতা শোকজের নাটক মানবে না। অবিলম্বে ফজলুর রহমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে ছাত্র–জনতা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।”
কর্মসূচিতে আরও বক্তব্য দেন ফারিয়া রহমান, কামরুল হাসান, মাকসুদুর রহমান, সিয়াম আল ফায়েজ, মাসুদ রানা প্রমুখ।