বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা দাবি বরকতউল্লার

বেগম খালেদা জিয়াকে দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা দাবি করেছেন বরকতউল্লা বুলু।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। সোমবার দুপুরে কুমিল্লা নগরের টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বরকতউল্লা বুলু স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে তিনি দুই সন্তানকে নিয়ে আত্মগোপনে চলে যেতে বলেন। চিঠি পাওয়ার পর বেগম খালেদা জিয়া ঢাকায় আসেন এবং সিদ্ধেশ্বরীতে আত্মীয়ের বাসায় গোপন থাকেন। পরে ১৯৭১ সালের ২২ জুলাই পাকিস্তানি বাহিনী তাকে ও তার দুই সন্তানকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। এই ঘটনাকে ভিত্তি করে বরকতউল্লা বুলু বেগম খালেদা জিয়াকে দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা আখ্যায়িত করেন।
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। শহীদ জিয়াউর রহমান যদি দল গঠন না করতেন, বাংলাদেশের মানচিত্র অনেক আগেই বদলে যেত। নির্বাচিত সরকার ছাড়া দেশের পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয়।”
সম্মেলনে জামায়াতের সমালোচনাও করেন বরকতউল্লা বুলু। তিনি বলেন, “৭১ সালে যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা ইতিহাসের বিপক্ষে অবস্থান করেছেন। বেহেশতে কে যাবে, এটি একমাত্র আল্লাহ নির্ধারণ করবেন।”
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ। উদ্বোধন করেন কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম, সঞ্চালনা করেন সদস্যসচিব সফিউল আলম। সম্মেলনের শেষে উপজেলা বিএনপির সভাপতি পদে রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক পদে সফিউল আলম রায়হানের নাম ঘোষণা করা হয়।