মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হতে চায় না, গভর্নরকে ৯ শেয়ারহোল্ডারে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৩০, ২৫ আগস্ট ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হতে চায় না, গভর্নরকে ৯ শেয়ারহোল্ডারে

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯ শেয়ারহোল্ডার একীভূতকরণ প্রক্রিয়া থেকে ব্যাংকটি বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নেয়ার পর সোশ্যাল ইসলামী ব্যাংককে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ব্যাংকটির ৯ জন শেয়ারহোল্ডার। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মো. রেজাউল হকসহ এই শেয়ারহোল্ডাররা মঙ্গলবার গভর্নর ও অর্থ বিভাগের সচিবকে চিঠি পাঠান।

চিঠিতে তারা উল্লেখ করেন, “ব্যাংকটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৭ পর্যন্ত আমরা পরিচালনায় যুক্ত ছিলাম। এরপর এস আলম শিল্পগোষ্ঠীর মাধ্যমে ব্যাংকটি দখল হয় এবং হাজার কোটি টাকার ঋণ বিদেশে পাচার করা হয়।” শেয়ারহোল্ডাররা অভিযোগ করেন, এই সময়ে বাংলাদেশ ব্যাংক নীরব দর্শকের ভূমিকায় থেকে কার্যকর পদক্ষেপ নেয়নি।

তারা আরও উল্লেখ করেন, “বর্তমান পরিচালনা পর্ষদে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের অংশ নেওয়া হয়নি। একীভূতকরণের এই প্রক্রিয়া অন্যায্য, অনৈতিক ও আইনবহির্ভূত। এতে গ্রাহকের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

শেয়ারহোল্ডাররা আশা প্রকাশ করেছেন, “ব্যাংকটি যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে পরিচালিত হয়, তাহলে খুব দ্রুত আর্থিক দুরবস্থা কাটিয়ে গ্রাহকের আস্থা ফিরে আসবে এবং ব্যাংকটি পুনরায় লাভজনক ও সফল ব্যাংকে পরিণত হবে।”