ফজলুর রহমানের শঙ্কা: ‘মব জাস্টিস’ আমার ওপর চলতে পারে কি না

বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, তার জীবন ও পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে, ‘মব জাস্টিস’ তার ওপর চলতে পারে কি না তা জানাতে চেয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশবাসীর কাছে প্রশ্ন করেছেন, “এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে কি না এবং বিশ্বজুড়ে বিতর্কিত ‘মব জাস্টিস’ আমার ওপর চলতে পারে কি না।”
ফজলুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। এরপর তার বাসার সামনে কয়েকজন বিক্ষোভকারীর মব দেখা গেছে। এ পরিস্থিতিতে তিনি নিশ্চিত করেছেন যে, তার জীবন ও পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।
তিনি আরও বলেন, “আমি মুক্তিযুদ্ধ করেছি, দেশের জন্য লড়েছি। আমার জীবন নিয়ে ভয় নেই, কিন্তু অপমৃত্যু সবচেয়ে লজ্জাজনক। আমার বাঁচার অধিকার এ দেশে আছে। জনগণ, আমি একজন মানুষ। আমি একজন মুক্তিযোদ্ধা।”
ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, তিনি দলের শোকজ নোটিশের জবাব দেবেন, কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টি করা বা পরিবারের ক্ষতি করার কোনো অধিকার কারো নেই। তিনি জাতিকে জানান, “আমি একা একা দেশে চলতে পারব না, আমার জীবন ও পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত হওয়া প্রয়োজন।”