মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গভীর স্তরের দুর্নীতি এখনও বন্ধ করা সম্ভব হয়নি: শারমিন এস মুরশিদ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৩৮, ২৫ আগস্ট ২০২৫

গভীর স্তরের দুর্নীতি এখনও বন্ধ করা সম্ভব হয়নি: শারমিন এস মুরশিদ

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, গভীর স্তরের দুর্নীতি এখনও বন্ধ করা সম্ভব হয়নি।

বগুড়ায় লাইট হাউসের নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, “সরকারের মন্ত্রণালয়গুলোর ভিতরে কিছু বিষয় সুব্যবস্থা অনুযায়ী নয়। আমরা অন্তর্বর্তী সরকারের জায়গা থেকে কিছুটা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু গভীর স্তরের দুর্নীতি বন্ধ করতে পারিনি।”

উপদেষ্টা শারমিন বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করতে হবে এবং দুর্নীতির বাইরে আসার উপায় খুঁজে বের করতে হবে। তিনি যোগ্য মানুষ ও এনজিওকে এই কাজে যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “যে প্রক্রিয়ায় সরকার এনজিও নির্বাচন করে, সেটি ত্রুটিপূর্ণ ও পক্ষপাতমূলক। আগামীতে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।”

প্রকল্পটি সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ), সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে দেশের ছয়টি জেলায় বাস্তবায়ন হচ্ছে। এর কার্যক্রমে নারীর অধিকার ও সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি, কিশোরীর মানসিক স্বাস্থ্য সহায়ক কাউন্সেলিং, স্থানীয় পর্যায়ে সিভিল সোসাইটি সক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু ঝুঁকি মোকাবিলা অন্তর্ভুক্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ, সিইএফের আজিজা আসফিন, লাইট হাউসের প্রকল্প ব্যবস্থাপক মুশফিকুর রহমান, প্রকল্প পরামর্শক সমন্বয়কারী সিদ্দিকুল আলম, প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন এবং লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুন অর রশীদ।