মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাঞ্জাবে বন্যা, নিরাপদে সরানো হলো ১৯ হাজার মানুষকে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:০৮, ২৪ আগস্ট ২০২৫

পাঞ্জাবে বন্যা, নিরাপদে সরানো হলো ১৯ হাজার মানুষকে

শতদ্রু নদীর তীব্র বন্যায় পাঞ্জাবে ব্যাপক স্থানান্তর অভিযান

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শতদ্রু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার ঝুঁকি এড়াতে গতকাল শনিবার অন্তত ১৯ হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সবচেয়ে সংকটজনক অবস্থা গন্ডা সিংওয়ালা এলাকায়। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পিডিএমএ) জানিয়েছে, আজ রোববার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে নদীতীরবর্তী অঞ্চলে জরুরি সরিয়ে নেওয়ার অভিযান চলছে।

রেসকিউ ১১২২–এর মুখপাত্র ফরুক আহমদ জানান, কাসুর, ওকারা, পাকপত্তন, বাহাওয়ালনগর ও ভেহারি জেলায় উচ্চ সতর্কতা জারি রয়েছে। এসব এলাকার নদীসংলগ্ন অঞ্চল থেকে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

প্রাদেশিক মন্ত্রী খাজা সালমান রফিক বলেন, ‘শতদ্রু ও রাভি নদীর চরাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়াই এখন অগ্রাধিকার। মানুষের নিরাপত্তায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে।’

পাঞ্জাবজুড়ে নদীর পানিস্তর মিশ্র পরিস্থিতি দেখালেও শতদ্রু নদীর অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। মুলতানের ডেপুটি কমিশনার ওয়াসিম হামিদ সিন্ধু জানান, সম্ভাব্য ক্ষতি এড়াতে ব্যাপক স্থানান্তর কার্যক্রম চলছে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত মৌসুমি বৃষ্টির নতুন ধাপ শুরু হতে পারে, যা বন্যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।