মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফিফা ই-ওয়ার্ল্ড কাপে অংশ নিতে খেলোয়াড় খুঁজছে বাফুফে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৪৮, ২৪ আগস্ট ২০২৫

ফিফা ই-ওয়ার্ল্ড কাপে অংশ নিতে খেলোয়াড় খুঁজছে বাফুফে

ফিফা ই-ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো বাংলাদেশ, খেলোয়াড় বাছাই শুরু বাফুফের

আগামী ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ফিফা ই-ওয়ার্ল্ড কাপ। এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে খেলোয়াড় বাছাই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, “আমরা ই-স্পোর্টসে নতুন যাত্রা শুরু করছি। বিশ্বজুড়ে ফুটবলসহ সব খেলাতেই ই-স্পোর্টসের বিস্তার ঘটছে। বাংলাদেশও এর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

বাছাইপর্ব অনুষ্ঠিত হবে তিনটি বিভাগে—ই-ফুটবল কনসোল, মোবাইল ও রকেট লিগে। যথাক্রমে ৫ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর শেষ হবে বাছাইপর্ব। নির্বাচিত খেলোয়াড়রা এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ারসে অংশ নেবেন। সেখান থেকে কনসোল বিভাগে তিনটি দল ও মোবাইল বিভাগে চারজন খেলোয়াড় সরাসরি রিয়াদে মূল পর্বে খেলার সুযোগ পাবেন।

ই-স্পোর্টসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ধারায় গত ১৩ জুলাই বাংলাদেশকেও যুক্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।