ভিয়েতনামে টাইফুন কাজিক, লাখো মানুষ সরানো হচ্ছে

টাইফুন কাজিকের আঘাত থেকে বাঁচতে ভিয়েতনামের উপকূলীয় এলাকা থেকে সরানো হচ্ছে লাখো মানুষ।
ভিয়েতনামে টাইফুন কাজিক ধেয়ে আসছে। এর প্রভাবে সাগর উত্তাল, তীরে আছড়ে পড়ছে বড় ঢেউ। দেশটির মধ্যাঞ্চলে ঘণ্টায় প্রায় ১৪০ কিমি বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি উপকূলীয় প্রদেশের অন্তত ৩ লাখ ২৫ হাজার ৫০০ বাসিন্দাকে স্কুল ও সরকারি ভবনে সরিয়ে আনা হচ্ছে। এসব ভবন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।
গতকাল রাতে সমুদ্রতীরবর্তী ভিন শহর প্লাবিত হয়, রাস্তাঘাট ফাঁকা ছিল, অধিকাংশ দোকান–রেস্তোরাঁ বন্ধ ছিল। স্থানীয়রা ভবনের প্রবেশপথ বালুর বস্তা দিয়ে আটকে রেখেছেন।
আজ সকালেই প্রায় ৩০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৬ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ এবং সমুদ্রে থাকা সব মাছ ধরার নৌকাকে বন্দরে ফেরানো হয়েছে।