সাবেক এডিসি শচীন মৌলিককে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় সাবেক এডিসি শচীন মৌলিককে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় তেজগাঁও এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শচীন মৌলিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল–১-এর প্রধান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। হাজিরের দিন নির্ধারিত হয়েছে আগামী বৃহস্পতিবার।
মামলাটি জুলাই গণ–অভ্যুত্থানের সময় তেজগাঁওয়ের ফার্মগেটে গোলাম নাফিজসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হয়েছে। সম্প্রতি শচীন মৌলিককে গ্রেপ্তার করা হয়েছিল।