গাজার শিশুদের পক্ষে সরব হতে মেলানিয়াকে চিঠি দিলেন এমিনে এরদোয়ান

গাজার শিশুদের পক্ষে মেলানিয়াকে সরব হতে আহ্বান এমিনে এরদোয়ানের
গাজায় চলমান ইসরায়েলি হামলায় ভুক্তভোগী শিশুদের জন্য আওয়াজ তুলতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান।
গত শনিবার প্রকাশিত চিঠিতে এমিনে এরদোয়ান লিখেছেন, “গাজা এখন শিশুদের সমাধিক্ষেত্র হয়ে গেছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর ও শক্তিকে এক করতে হবে।”
ইউক্রেন যুদ্ধের ভুক্তভোগী শিশুদের প্রতি মেলানিয়ার সংবেদনশীলতার প্রশংসা করে তিনি বলেন, “যেভাবে আপনি ইউক্রেনের শিশুদের জন্য সহমর্মিতা দেখিয়েছেন, একই সহমর্মিতা গাজার শিশুদের জন্যও দেখান।”
তুর্কি ফার্স্ট লেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ করে গাজার মানবিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মেলানিয়ার প্রতি।
গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে চিঠিটি প্রকাশ করা হলো। জাতিসংঘ–সমর্থিত বিশেষজ্ঞদের প্রতিবেদনে ইতিমধ্যেই জানানো হয়েছে, গাজা নগরীতে দুর্ভিক্ষ চলছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ ৬ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কমপক্ষে ৬২ হাজার ১২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এমিনে এরদোয়ান অতীতেও যুদ্ধবিধ্বস্ত জনগণের পক্ষে বিশ্বনেতাদের জীবনসঙ্গীদের উদ্দেশ করে চিঠি লিখেছেন। এবার গাজার শিশুদের জন্য তাঁর এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে।