মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১০ ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধই থাকবে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৪৫, ২৪ আগস্ট ২০২৫

সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধই থাকবে

সামিট গ্রুপের ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকছে, রিট খারিজ হাইকোর্টে

সামিট গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধই থাকবে। এসব হিসাব অবরুদ্ধের আদেশ স্থগিত চেয়ে করা রিট আজ রোববার হাইকোর্ট খারিজ করে দিয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ৯ মার্চ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে সামিট গ্রুপ–সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি হাইকোর্টে রিট করেন।

দুদকের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী মাহমুদুল আরেফিন। তিনি বলেন, “হাইকোর্ট রিট খারিজ করেছেন। ফলে ব্যাংক হিসাব অবরুদ্ধই থাকবে।”

রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী কারিশমা জাহান। তিনি জানান, রিট শুনানির সময় তাদের পক্ষে কেউ উপস্থিত না থাকায় আদালত রিটটি ‘রিজেক্টেড ফর ডিফল্ট’ করেছেন। তিনি বলেন, “আমরা রিট পুনরুজ্জীবিত করতে আবার আবেদন করব।”