বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ৩০ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

লন্ডনে ইউনূস–তারেক বৈঠক রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: খেলাফত মজলিস

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:৪১, ১২ জুন ২০২৫

লন্ডনে ইউনূস–তারেক বৈঠক রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: খেলাফত মজলিস

লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ (পালং-জাজিরা) আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদসহ স্থানীয় নেতারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পথসভা ও স্থানীয় সমাবেশে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “লন্ডনের বৈঠকে যদি শেখ হাসিনার দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করার সুস্পষ্ট রূপরেখা নির্ধারিত হয়, যদি রাজনৈতিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে—তবে তা দেশের ভবিষ্যতের জন্য হবে আশাব্যঞ্জক।”

তিনি আরও বলেন, “পেশিশক্তি, দুর্বৃত্ত, অস্ত্রবাজ, চাঁদাবাজ ও নির্বাচনবিরোধী গোষ্ঠীকে চিহ্নিত করে নির্মূল করতে না পারলে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সত্যিকারের দেশপ্রেমিক, আল্লাহভীরু ও দায়িত্ববান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই জাতির মুক্তি সম্ভব।”
তিনি ইসলামপন্থী ও দেশপ্রেমিক সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখায় একত্রিত হওয়ার আহ্বান জানান।