সংস্কার ছাড়া নির্বাচনের রোডম্যাপ নয়: এনসিপি

নাহিদ ইসলাম (ফাইল ছবি)
সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না করে নির্বাচনের রোডম্যাপ চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত ৩০ দিনের সময়সীমার মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সম্মতি নিশ্চিত করতে হবে।
সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপি প্রতিনিধিদলের প্রধান নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “বৈঠকে এনসিপি তিনটি মূল বিষয়ে আলোচনা করেছে—জুলাই সনদ, সংস্কার এবং নির্বাচন। আমরা স্পষ্টভাবে বলেছি, জুলাই সনদে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও শহীদদের অবদান লিপিবদ্ধ করতে হবে। এটি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।”
তিনি আরও বলেন, “সনদ ঘোষণা ও সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে—এর আগে নয়। বিশেষ করে নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার আবশ্যক।”
বৈঠকে এনসিপি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধান উপদেষ্টা ৩০ দিনের মধ্যে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ নির্ধারণের ঘোষণা দেন। এনসিপি স্পষ্ট করে দিয়েছে, তারা সংস্কার ছাড়া কেবল নির্বাচনের ঘোষণা গ্রহণ করবে না।