বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত

 প্রকাশিত: ১০:৪৯, ১৫ জুন ২০২৫

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্তের পর উদ্ধার অভিযানে নিয়োজিত স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা।

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে আজ রোববার ভোরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এএনআই জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে মোট সাতজন আরোহী ছিলেন যার মধ্যে ছয়জন যাত্রী এবং একজন পাইলট। যাত্রীদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF), স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।