হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ভাষাসৈনিক আহমদ রফিক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ভাষাসৈনিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক
চিকিৎসা শেষে ছয় দিন পর রবীন্দ্রবিশেষজ্ঞ ও ভাষাসৈনিক আহমদ রফিক রোববার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনের গাউসনগরের বাসায় ফিরেছেন। গত রোববার মধ্যরাতে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহমদ রফিকের কিডনি-সংক্রান্ত জটিলতা রয়েছে এবং তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন ছিল। ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, হাসপাতালে নেওয়ার সময়ের তুলনায় এখন তাঁর শারীরিক অবস্থা কিছুটা ভালো, তবে মোটামুটি সুস্থ নয়। বর্তমানে তিনি কথা বলতে পারছেন।
ল্যাবএইড হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় সকল প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে এবং প্রতি বৃহস্পতিবার একজন ডাক্তার আহমদ রফিককে বাসায় দেখে যাবেন।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত। রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে তিনি দুই বাংলায় অগ্রগণ্য। সাহিত্য, কবিতা, প্রবন্ধ ও গবেষণাসহ তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।
দৃষ্টি ক্ষীণ হওয়া, পা ভাঙা এবং মানসিক কষ্টের মধ্যেও আজ রাত আটটায় ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ তার পাশে দাঁড়িয়ে পাঁচ লাখ টাকার অনুদান (চেক) পৌঁছে দিয়েছে।