আবারও বাড়ল সোনার দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
প্রকাশিত: ২১:১৭, ১৪ জানুয়ারি ২০২৩

ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম এক ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা । আগামী রোববার থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে।
জানা যায় সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মন্তব্য করুন: