সোমবার ১৭ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মদিনার কাছে হজযাত্রী বাসে দুর্ঘটনা

 প্রকাশিত: ১৭:৩৫, ১৭ নভেম্বর ২০২৫

মদিনার কাছে হজযাত্রী বাসে দুর্ঘটনা

পবিত্র শহর মদিনার কাছে রাতের বেলায় ভারতীয় হজযাত্রীদের বহনকারী একটি বাসে মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কিছু সংখ্যক লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরবে ভারতীয় দূতাবাস ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার সৌদি আরবে ভারতীয় দূতাবাস জানিয়েছে, পবিত্র মদিনার কাছে রাতের বেলায় হজযাত্রীদের একটি বাস মর্মান্তিক  দুর্ঘটনার শিকার হয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় বেশ কিছু সংখ্যক লোকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। 

তবে কর্মকর্তারা এখনো মৃতের সংখ্যা জানাননি।

মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি  আমার সমবেদনা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

তিনি আরো বলেন, রিয়াদে আমাদের দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।

হজের সময় সৌদি আরবের পবিত্র স্থানগুলোয় মুসল্লিদের পরিবহন, দীর্ঘ যানজট সৃষ্টি করে ও রাস্তাগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়।

২০২৩ সালের মার্চ মাসে, পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে এক সেতুর ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায় এবং এই ঘটনায় ২০ জনের প্রাণহানি ও  বেশ ক’জন আহত হয়।
২০১৯ সালের অক্টোবরে, মদিনার কাছে একটি বাস আরেকটি ভারী যানবাহনের সঙ্গে সংঘর্ষে প্রায় ৩৫ জন বিদেশির প্রাণহানি ও অপর চারজন আহত হয়।