হাসিনা-কামাল-মামুন: কোন অপরাধে কার কী সাজা
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে, তার মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত।
মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড হয়েছে চানখাঁরপুল ও আশুলিয়ার দুটি ঘটনায়।
এই দুই ঘটনায় দায় থাকায় পাঁচ বছরের সাজা হয়েছে মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের।
শেখ হাসিনা
এক নম্বর অভিযোগের ‘প্ররোচনা, হত্যার নির্দেশ এবং বলপ্রয়োগ থামাতে ব্যর্থতার’ দায়ে আমৃত্যু কারাদণ্ড হয় সাবেক এ প্রধানমন্ত্রীর।
শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন অভিযোগে একসঙ্গে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।
রায়ে বলা হয়, দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা হিসেবে অভিযোগ প্রমাণ হয়েছে।
চতুর্থ অভিযোগে ২০২৪ সালের ৫ অগাস্ট ঢাকার চানখাঁরপুলে ছয়জন ‘নিরস্ত্র আন্দোলনকারীর’ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সম্পৃক্ততার জন্য দায়ী করা হয় সাবেক প্রধানমন্ত্রীকে।
পঞ্চম অভিযোগে ছিল, ২০২৪ সালের ৫ অগাস্ট আশুলিয়ায় ছয়জন ছাত্র আন্দোলনকারীকে গুলি করে হত্যা, যাদের মধ্যে পাঁচজনকে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়, এবং ষষ্ঠজনকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে মারার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।
আসাদুজ্জামান খাঁন কামাল
চানখাঁরপুলে ছয়জন নিরস্ত্র আন্দোলনকারীকে গুলি করে হত্যায় সহযোগিতা ও তা প্রতিরোধে ব্যর্থতা এবং পঞ্চম অভিযোগের আশুলিয়ায় পাঁচজনকে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলায় সহযোগিতা ও তা প্রতিরোধে ব্যর্থতায় দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন
রায়ে বলা হয়, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও চানখাঁরপুলে ছয়জন নিরস্ত্র আন্দোলনকারীকে গুলি করে হত্যায় সহযোগিতা ও তা প্রতিরোধে ব্যর্থতা এবং পঞ্চম অভিযোগের আশুলিয়ায় পাঁচজনকে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলায় সহযোগিতা ও তা প্রতিরোধে ব্যর্থতায় দায় প্রমাণিত হয়েছে।
রাজসাক্ষী হিসাবে ঘটনার ‘সম্পূর্ণ ও সত্য বিবরণ’ দেওয়ার মাধ্যমে ‘অবদান’ এবং ‘ঘটনা স্বীকার করায়’ তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে।
এদের মধ্যে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হলেও মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাজা হয় পাঁচ বছরের।
জুলাই আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট ৫ অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।