সোমবার ১৭ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আগামী প্রজন্মের জন্য ‘যুগান্তকারী এ রায় প্রশান্তি’ আনবে: অ্যাটর্নি জেনারেল

 প্রকাশিত: ১৬:১৮, ১৭ নভেম্বর ২০২৫

আগামী প্রজন্মের জন্য ‘যুগান্তকারী এ রায় প্রশান্তি’ আনবে: অ্যাটর্নি জেনারেল

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তা আগামী প্রজন্মের জন্য যুগান্তকারী রায় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রায় ঘোষণার প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়।”

সোমবার বিচারপ্রতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ আদালত-১ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী প্রথম মামলার রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনা ছাড়াও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খান কালাম। তারা দুজনেই ভারতে আছেন।

অপর আসামি সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন। তাকে লঘুদণ্ড পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়া দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

তিনি বলেন, “এই রায় প্রশান্তি আনবে। এই রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এই রায় বাংলাদেশে ন্যায়বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এটা আমাদের কথা।”

আসামিদের সাজার বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি, যিনি রাজসাক্ষী হিসেবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে।

 

“যে অভিযোগ সাজা হয়েছে তা আপনারা শুনেছেন। ওনার (শেখ হাসিনা) পাঁচটা অভিযোগকে তিনটা ‘কাউন্টে’ এনে আদালত সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা ‘কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটিতে’ আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আর সরাসরি যে নির্দেশনা দিয়েছেন, সেখানে তাকে প্রাণদণ্ড দিয়েছেন।”

কবে থেকে সাজা কার্যকর হবে? জবাবে তিনি বলেন, “আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে।”

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্র কী ব্যবস্থা নেবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সবটুকু করবে।”

আসাদুজ্জামান বলেন, “এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন।”

আসামিরা আপিল করতে পারবেন কি না, প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, “পলাতক অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে শুধু নয়, বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।”