সোমবার ১৭ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রায়ে আইনশৃঙ্খলা নিয়ে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৭:৪৩, ১৭ নভেম্বর ২০২৫

রায়ে আইনশৃঙ্খলা নিয়ে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার ফাঁসির রায় ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোথাও কোনো ‘আতঙ্ক নেই’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলছিলেন। এ সময় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বিক্ষোভকারীদের বাসায় ফিরে ‘পড়াশুনায় মনোযোগী হওয়ার’ আহ্বান জানিয়েছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে সোমবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ।

শেখ হাসিনা ছাড়াও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তিনিও তার নেত্রীর মত ভারতে পালিয়ে আছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। সড়কে কোন আতঙ্ক নেই, তবে ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে এটা সবাই জানেন। মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ একটু...তবে বড় ধরনের কোন সমস্যা নেই।"

কয়েক জায়গায় হাতবোমা বিস্ফোরণ হচ্ছে এবং হামলাকারীরা ধরা পড়ছে বলেও তথ্য দেন তিনি।

যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের গুলি করার নির্দেশের বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, “সেলফ ডিফেন্সের জন্য। আপনারা হাতিয়ারের (অস্ত্র) পারমিশন নেন না? ওটা কিন্তু শিকারের জন্য নেন। নেন আপনি ডিফেন্সের জন্য।”

এরপরেই তিনি বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে এ ব্যাপারে বলতে বলেন।

খোদা বখস চৌধুরী বলেন, “এই অধিকারটা (নিরাপত্তা) প্রত্যেক নাগরিকের। আপনাকে কেউ মারতে আসলে কেউ হত্যা করতে আসলে আপনি আক্রমণকারীদের নিহত করার অধিকার আছে। এটা সব দেশে, সর্বত্র, সর্বকালের এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তা তো না।”

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ব্রাশ ফায়ারের কথা তুলে জানতে চাইলে খোদা বখস চৌধুরী বলেন, “এটা কমিশনারকেই জিজ্ঞেস করেন আমরা এখানে বলিনি। আগে এ ধরনের প্রশ্নের কথা বলা হলে এটার জবাব নিয়ে আসতাম।”

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নিয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “তার প্রত্যাবর্তনের জন্য ইতিমধ্যে বলা হয়েছে, আমরা ডেফিনেটলি চাবো তার প্রত্যাবর্তনের জন্য। দরকার পড়লে আবারো চিঠি দেওয়া হবে।"

রায়কে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন।

এই ‘মব সৃষ্টিকারীদের’ ব্যাপারে কোন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কী না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে আহত হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে 'আমাদের ছেলে- মেয়ে' বর্ণনা বলেন, “তাদের বলা দরকার ভাই, বাবা তোমরা এগুলো করো না। এগুলো করা দরকার নেই। তোমরা স্কুল কলেজে পড়াশুনা করো, এটা দেখার জন্য আমরা আছি, আমরা দেখবো।

“তবে কিছু কিছু লোক থাকে এগুলো উস্কায় দিতে চায়, অনেকে অনেক ধরনের স্বার্থ আছে এগুলোর ব্যাপারে সতর্ক থাকাতে হবে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই, ৩২ নম্বরে আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।