১৫ নভেম্বরের খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন: আল্লামা মাহমুদুল হাসান
আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ও কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং শীর্ষ উলামায়ে কেরাম দেশের ইসলামপ্রেমী জনগণ ও আলেম সমাজের পক্ষ থেকে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ২০২৫’-এর আয়োজনে পূর্ণ সমর্থন ও ঐক্য ঘোষণা করেছেন।
আল্লামা মাহমুদুল হাসান বলেন, খতমে নবুওয়তের আকিদা ঈমানের মূলভিত্তি। হজরত মুহাম্মদ সা. হলেন আল্লাহ তায়ালার শেষ নবী ও রাসূল। তাঁর পর আর কোনো নবী, রাসূল বা অহিপ্রাপ্ত কেউ আসেনি এবং কেয়ামত পর্যন্ত কেউ আসবে না । এই আকিদা কুরআন, হাদিস, ইজমা ও উম্মাহর সর্বসম্মত বিশ্বাস দ্বারা প্রমাণিত। যেহেতু কাদিয়ানি সম্প্রদায় গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে, তাই তারা কাফের ও অমুসলিম। পৃথিবীর ৪২ দেশ ইতোমধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে।
দেশের শীর্ষ এই আলেম সকল আলেম, ইমাম, শিক্ষক, ছাত্র ও সাধারণ মুসলমানদের ১৫ নভেম্বর ২০২৫ তারিখের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান। তিনি বলেন, খতমে নবুওয়তের এই ঈমানি অবস্থানকে দৃঢ় রাখুন, বিভ্রান্তি থেকে সতর্ক থাকুন এবং ইসলামের মূল আকিদা সংরক্ষণে ঐক্যবদ্ধ থাকুন।
তিনি এই জাতীয় গুরুতর আকিদাগত বিষয়গুলো আইন ও সংবিধান অনুযায়ী যথাযথ, স্বচ্ছ ও নীতি-নির্দিষ্ট পদ্ধতিতে পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট ধর্ম বিষয়ক প্রতিষ্ঠান, আইনজ্ঞ ও আলেমদের নিয়ে একটি স্বাধীন তত্ত্বাবধায়ক কমিটি গঠনের এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার আহ্বান জানান।
তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে খতমে নবুওয়তের এই মহান আকিদার ওপর অটল ও অবিচল রাখুন এবং সকল ফেতনা থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুন। আমিন।