মহানবী (সাঃ) কে অবমাননা, এবার তসলিমা নাসরিনের বিতর্কিত মন্তব্য

বাংলাদেশেরে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করা নিয়ে চলা ইস্যুতে মুখ খুলেছেন। এবং যথারীতি তিনি বিতর্কিত মন্তব্য করেছেন।
নিজের টুইটার অ্যাকাউন্টে শুক্রবার একটি টুইটে তসলিমা লিখেছেন, ‘‘এমনকি আজ যদি নবী মুহাম্মদ বেঁচে থাকতেন তাহলে বিশ্বজুড়ে ধর্মান্ধ মুসলিমদের উন্মাদনা দেখে তিনি ধাক্কা খেতেন।’’
ভারতসহ সারা বিশ্ব এখন নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তাল। বিজেপির এই সাবেক নেতা মহানবী (সাঃ) কে অবমাননা করেছেন। তার প্রতিবাদ করতে গিয়ে এবং নুপুর শর্মার কঠোর শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ করতে গিয়ে ভারতের ঝাড়খন্ডের রাচিতে প্রাণ হারিয়েছেন দুজন। শুক্রবার জুমার নামাজের পর উপমহাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
এর আগে তসলিমা গত ৮ এপ্রিল টুইটে লিখেছিলেন, ‘‘সমালোচনার ঊর্ধে কেউ নেনন, না মানুষ, না সন্যাসী, না মসিহা, না নবী, না ঈশ্বর। দুনিয়াটাকে আরো ভালো জায়গা করে তুলতে সমালোচনার দরকার আছে।’’
৫৯ বছর বয়সী তসলিমা বাংলাদেশের একজন বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক। বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।
তিনি তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন।