শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

খেলা

ইতালির দুর্দান্ত প্রত্যাবর্তনের পরও সেমিতে জার্মানি

 প্রকাশিত: ১০:৪০, ২৪ মার্চ ২০২৫

ইতালির দুর্দান্ত প্রত্যাবর্তনের পরও সেমিতে জার্মানি

জার্মানদের আঙিনায় প্রথমার্ধেই তিন গোল খেয়ে বসা ইতালি কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল! ফিকে হয়ে যাওয়া আশা বিরতির পর জোড়া গোলে নতুন করে জাগিয়ে তুললেন মোইজে কিন। শেষ দিকে আরেকবার জালে বল পাঠিয়ে ম্যাচে সমতাও টানল তারা। কিন্তু, প্রথম লেগের ওই ব্যবধান আর ঘোচাতে পারল না দলটি। দুই লেগের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে উঠে গেল জার্মানি।

ডর্টমুন্ডে রোববার রাতে শেষ আটের ফিরতি লেগ ৩-৩ ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে পরের ধাপে উঠল জার্মানি। প্রথম লেগে শুরুতে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে জিতেছিল তারা।

ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জার্মানি। ঘর সামলে উপরে উঠতেই পারছিল না ইতালি। সাফল্য পেতেও দেরি হয়নি স্বাগতিকদের, ১৫ মিনিটে তিন গোল করে বিরতির আগেই সব অনিশ্চয়তার প্রায় ইতি টেনে দেয় তারা।

প্রথম গোলের দেখা মেলে ৩০তম মিনিটে। ইতালির মাঠে দলকে সমতায় ফেরানো টিম ক্লাইনডিন্সট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন জসুয়া কিমিখ। ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা; ডি-বক্সের মধ্যে ডান পায়ের শটে গোলটি করেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।

আর ৪৫তম মিনিটে শেষ চারের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যায় জার্মানদের। কিমিখের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন বায়ার্ন মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড ক্লাইনডিন্সট। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-১।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে একটি গোল শোধ করেন মোইজে কিন। ৬৯তম মিনিটে ব্যবধান আরেকটু কমান ফিওরেন্তিনার তরুণ এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরেকটি গোল শোধ করে আশা জাগান রাসপাদোরি। এরপরই বেশ কিছুক্ষণ খেলা চলে, উত্তেজনা তখন তুঙ্গে। কিন্তু আরেকবার জালে বল আর পাঠাতে পারেনি ইতালি।