গণসংহতি আন্দোলনের ভারতের হামলার নিন্দা, শান্তি আলোচনার আহ্বান

পাকিস্তানি ভূখণ্ডে ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন—যুদ্ধ নয়, শান্তি ও সংলাপের আহ্বান তাদের।
‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানি ভূখণ্ডে ভারতের সামরিক হামলার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বলেন, ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারত ও পাকিস্তানের ঐতিহাসিক ও ভবিষ্যৎ সম্পর্কের কারণে এই পরিস্থিতি বাংলাদেশকেও উদ্বিগ্ন করে। তাঁরা জানান, বাংলাদেশের মানুষ প্রতিবেশী দুই দেশকে আরেকটি যুদ্ধের দিকে ধাবিত হতে দেখতে চায় না। তাঁরা শান্তিপ্রিয় মানুষের পাশে আছেন, যারা সহিংসতা নয়, বরং শান্তি, স্থিতিশীলতা ও মর্যাদা কামনা করেন।
গণসংহতি আন্দোলনের মতে, এই যুদ্ধ সাধারণ মানুষের ওপর এক প্রকার জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে কোটি কোটি মানুষের কিছু অর্জনের সুযোগ নেই, বরং রয়েছে ভয়াবহ ধ্বংস ও ক্ষতির শঙ্কা। ভারতের এই আক্রমণ বৃহত্তর সংঘাতের সূচনা করতে পারে, যা শুধু ভারত-পাকিস্তান নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলতে পারে।
এই প্রেক্ষাপটে সংগঠনটি দুই দেশের প্রতি আহ্বান জানায়, তারা যেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আহ্বান জানানো হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সংহতির ডাক দিয়ে এই সংকট নিরসনে উদ্যোগী হোক।