শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

ইসলাম

উম্মাহর প্রথম খলীফা হযরত আবু বকর (রাঃ)

 প্রকাশিত: ০৯:৪৫, ৭ আগস্ট ২০২১

উম্মাহর প্রথম খলীফা হযরত আবু বকর (রাঃ)

আবু বকর (রা) যিনি ছিলেন ত্যাগে, জ্ঞানে ও গুণে এক মহান ব্যক্তিত্ব। যার অবদান ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে এবং থাকবে যুগ যুগ। তিনি ২৭ অক্টোবর ৫৭৩ খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন। তিনি ইসলামের প্রথম খলিফা। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি অগাধ বিশ্বাসের জন্য তাকে সিদ্দীক উপাধিতে ভূষিত করা হয়। মিরাজের ঘটনায় প্রেক্ষিতেও তাকে সিদ্দীক বলা হয় 

হযরত আবু বকর (রাঃ) এর ব্যক্তিগত নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু তিনি ছেলের নাম  বকর থেকে আবু বকর (বকরের পিতা) নামে পরিচিতি লাভ করেন। তাঁর পিতার নাম ছিল আবু কোহাফা এবং তাঁর মায়ের নাম ছিল উম্মুল খাইর সালমা। তিনি মহানবী (সাঃ) এর মক্কা থেকে মদীনা হিজরতের সময় তাঁর সাথী ছিলেন। তিনিই  হযরত মোহাম্মদ (সাঃ) এর একমাত্র সাহাবী, যিনি তাঁর সাথে সেই সফরে সাওর গুহায় আশ্রয় নিয়েছিলেন।

 বিদায় হজ্বের পরে, যখন মহানবী (সাঃ) খুব অসুস্থ হয়ে পড়েন,  তখন হযরত আবু বকর (রাঃ) কে নামাযে ইমামতী করার নির্দেশ দেন প্রিয় নবী। এ ঘটনার ইঙ্গিতে  হযরত মোহাম্মদ (সাঃ) এর ইন্তেকালের পর হযরত আবু বকর (রাঃ) প্রথম খলিফা নির্বাচিত হন। পরে বিভিন্ন সমস্যাপূর্ণ পরিস্থিতির সামাল দিতে হয় তাকে। তিনি দু’বছরের কিছু অধিককাল খিলাফতের মসনদে অধিষ্ঠিত ছিলেন।

ইসলাম পূর্ব জাহেলী যুগে খুব অল্প সংখ্যক মানুষ লেখা-পড়া জানতেন। এদের মধ্যে কিছু ব্যক্তি শিক্ষা-দীক্ষা ও আদব কায়দায় বিশেষভাবে পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন, তাদের অন্যতম হযরত আবু বকর সিদ্দিক্ব (রাদ্বিয়াল্লাহু আনহু)। তিনি কবিতা পাঠ ও  পশু চিকিৎসায় পারদর্শী ছিলেন। 

এক বর্ণিল জীবন শেষে রবের সান্নিধ্যে পাড়ি দেন তিনি। হযরত আবু বকর (রাঃ) খিলাফতের শেষ দিকে   অসুস্থ ছিলেন কিছুকাল, এরপর ৬৩৪ খৃস্টাব্দের ২৩ আগস্ট  পরলোকগমন করেন অন্তিম যাত্রায়। তিনি ছিলেন সেই দশ সুসংবাদদাতাদের মধ্যে  একজন যাঁদেরকে মহানবী (সাঃ) জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।  

অনলাইন নিউজ পোর্টাল