বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ০১ জ্বিলকদ ১৪৪৫

ইসলাম

ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারার হুকুম কি ?

 প্রকাশিত: ১২:৫৪, ১০ আগস্ট ২০২৩

ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারার হুকুম  কি ?

বাজারে এখন মশা মারার জন্য বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক ব্যাট ও যন্ত্রপাতি পাওয়া যায়। আমার জানার বিষয় হলো- ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কি?

আপনার প্রশ্নের উত্তর - অধিকাংশ ওলামায়ে কেরামের মতে ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ নেই। কারণ, ইলেক্ট্রিক ব্যাট দ্বারা মশা মারলে মশা আগুনে পুড়ে যায় এতে মশাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। আর ছোট-বড় কোনো প্রাণিকে আগুন দ্বারা পুড়িয়ে মারা জায়েজ নেই।

কেননা, আগুন দ্বারা শাস্তি দেওয়া কেবল আল্লাহ তাআলাই করবেন৷ এটা আল্লাহ তাআলার জন্য কেবল সুনির্ধারিত। সুতরাং যেহেতু ব্যাট দিয়ে মশা-মাছি পুড়ে যায়, তাই এই জাতীয় ব্যাট বা যন্ত্র ব্যবহার করে মশা-মাছি মারা জায়েজ হবে না। (বুখারি, হাদিস : ২/১০২৩; ফাতওয়ায়ে আলমগিরি : ৫/৩৬১)

অনলাইন নিউজ পোর্টাল ২৪

মন্তব্য করুন: