মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, চৈত্র ১১ ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

ব্রেকিং

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রসচিব সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন রাজশাহী ডিবির পাঁচ সদস্য বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম: ইউনূস জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন পরিবারের সঙ্গে ১৫ লাখ রিটার্নের ১০ লাখই শূন্য: এনবিআর চেয়ারম্যান সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ তামিমের হার্টে ব্লক, পরানো হলো রিং প্রথমবারের মত সমুদ্রপথে ফেরি চলাচল শুরু ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ ৯ দিন ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলি হামলায় ‘গাজার নতুন প্রধানমন্ত্রী’ হাসপাতালে নিহত গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে ‘আমি শহীদ হতে যাই’: মাকে ফোনে বলেছিলেন শহীদ শাকিল

অর্থনীতি

বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ হাইকোর্টের

 আপডেট: ১৯:৫২, ১২ মার্চ ২০২৫

বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ হাইকোর্টের

বেক্সিমকো গ্রুপ

বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের ফলে প্রতিষ্ঠানগুলোতে আর কোনো রিসিভার থাকছে না। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মুনীরুজ্জামান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও আনিসুল হাসান, আর রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান।


২০২৪ সালের ৫ সেপ্টেম্বর, জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন এবং ছয় মাসের জন্য তাদের সম্পত্তি সংযুক্ত করার আদেশ দেন। এছাড়া, চেয়ারম্যান সালমান এফ রহমানের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের পাওনা আদায়ের নির্দেশ দেওয়া হয়।


পরবর্তীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আপিল করলে, সুপ্রিম কোর্ট শুধু এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত করেন। তবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগ করেছিল।

আজ হাইকোর্ট শুনানি শেষে ৯টি পর্যবেক্ষণসহ রুলটি নিষ্পত্তি করেছেন। রুল নিষ্পত্তির কারণে সেই রিসিভারগুলো আর থাকছে না। অর্থাৎ, বেক্সিমকোর সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। তবে আদালত বলেছেন, এসব প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ রেগুলেটরি বডির সুপারভিশন ও মনিটরিং আইন অনুযায়ী থাকবে।

এ রায়ের ফলে বেক্সিমকো গ্রুপের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং তারা নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবসা পরিচালনা করতে পারবে।