রেকর্ড দেড় লাখ কোটি টাকা ছাড়াল খেলাপি ঋণ

খেলাপি ঋণের সব রেকর্ড ভেঙে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা। খেলাপি ঋণ কমানোর নানা উদ্যোগের পরও শেষে ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে ২৪ হাজার ৪১৯ কোটি টাকা।
১ অক্টোবর (রবিবার) ব্যাংকিং খাতে খেলাপি ঋণের এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য বলছে, ২০২৩ সালের জুন মাস শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ১০ দশমিক ১১ শতাংশ। এ অঙ্ক দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ।
শেষ ৬ মাসে (ডিসেম্বর-২০২২ থেকে জুন-২০২৩) খেলাপি ঋণ বেড়েছে ৩৫ হাজার ৩৮৩ কোটি টাকা। অর্থাৎ প্রথম ৩ মাসে বেড়েছিল ১০ হাজার ৯৬৪ কোটি টাকা। সে হিসাবে শেষ ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সর্বোচ্চ।
২০২৩ সালের জুন মাস শেষে খেলাপি ঋণ ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা হয়েছে, এ ঋণ ‘খাতা কলমে'। তবে প্রকৃত খেলাপি ঋণ আরও অনেক বেশি। কারণ এর মধ্যে পুনঃতফসিল ও পুনর্গঠন করা ঋণের হিসাব নেই, এগুলো যোগ করলে খেলাপি ঋণ ছাড়িয়ে যাবে ২ লাখ কোটি টাকা।
এদিকে, ব্যাংক খাতের খেলাপি ঋণ ধীরে ধীরে কমিয়ে আনার শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। শর্ত অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বেসরকারি খাতে খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে এবং সরকারি ব্যাংকে ১০ শতাংশের নিচে নামাতে হবে।