বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, খবর ক্রিকইনফো ও ক্রিকবাজের
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনে বিসিবির দাবি নাকচ করে দিয়েছে আইসিসি। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে ছেড়ে দিতে হবে পয়েন্ট, এমন সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে সুপরিচিত দুই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজে।
দুটি ওয়েবসাইটের খবরেই বলা হয়েছে, মঙ্গলবার অনলাইন সভায় বিসিবিকে এটি জানিয়ে দিয়েছে আইসিসি কর্তৃপক্ষ। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে অবশ্য উল্লেখ করা হয়েছে, আইসিসির কাছ থেকে এমন আল্টিমেটাম পাওয়ার খবর অস্বীকার করেছে বিসিবি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবির দাবির সঙ্গে একমত নয় আইসিসি।
সভায় শেষ পর্যন্ত অবশ্য চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসি নিজেদের অবস্থান থেকে সরবে না বলেই উল্লেখ করা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। ওয়েবসাইটটিতে উল্লেখ করা হয়েছে, আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের কথাও জানিয়ে দেওয়া হবে দ্রুতই এবং সেটি হবে শনিবারের মধ্যেই।
এই সভা নিয়ে ভারতীয় বোর্ড বা বাংলাদেশের বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে এই পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। গত শনিবার তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স।
পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা। এরপর সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।
বিশ্বকাপ শুরু হতে বাকি আর ঠিক এক মাস। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।
গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটিও কলকাতায়, শেষটি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে।