পাতানো নির্বাচন হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিলের আবেদন গ্রহণের বুথ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না।
যারা আবেদন করছেন, আইনি ভিত্তিতে সেগুলোর নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। সবাই ন্যায়বিচার পাবেন। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ দিনের মতো চলছে আবেদন গ্রহণ। গত তিন দিনে ২৯৫টি আবেদন জমা পড়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।