মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্পে হতাহত ১৪
গতকাল শুক্রবার মেক্সিকোর রাজধানী এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুই ব্যক্তি মারা গেছে ও আরও ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে একটি ছোট শহরে মাঝারি মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে আকাপুলকোর কাছে আঘাত হানে।
আকাপুলকো দেশটির একটি গুরুত্বপূর্ণ বন্দর ও সমুদ্রসৈকত পর্যটন কেন্দ্র।
মেক্সিকো সিটির উত্তরে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে এই ভূমিকম্প অনুভূত হয়।
এ সময় সেখানে সতর্ক সংকেত বাজতে শুরু করলে মানুষ নিরাপত্তার জন্য রাস্তায় ছুটে যায়, ফলে ছুটির সপ্তাহান্তের কার্যক্রম ব্যাহত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিজের দ্বিতল অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় নিচে পড়ে গিয়ে মারা যান হয়।
শহরের মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভূমিকম্পে ১২ জন আহত হয়েছেন। তবে দেশের বৃহত্তম এই শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার নিয়মিত সকালের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় ভূমিকম্প হলে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
মেক্সিকোর জাতীয় ভূকম্পন পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ।
শেইনবাউম বলেন, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তবে সান মার্কোসে এর প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে।
সান মার্কোসের মেয়র মিসায়েল লরেঞ্জো কাস্তিয়ো জানান, প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ‘সব বাড়িতেই ফাটল’ দেখা দিয়েছে।