শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশিত: ১১:৫৯, ৮ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওয়াসদাদো ক্যাবেয়ো জানিয়েছেন, তাদের দেশে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ১০০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাতে তিনি এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্স খবর দিলেও কোথায় তিনি এমনটি বলেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

শনিবার ভেনেজুয়েলার সময় ভোররাতে মার্কিন বাহিনী দেশটিতে হামলা চালায় আর স্থল অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তুলে নিয়ে যায়। ক্ষমতাচ্যুত মাদুরো এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে বন্দি আছেন। নগরীটির একটি ফেডারেল আদালতে মাদক পাচার সংক্রান্ত কয়েকটি ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা হয়েছে তাকে।

ক্যাবেয়ো আরও জানান, মার্কিন বাহিনীর অভিযানের সময় মাদুরো হাঁটুতে আর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান। মার্কিন বাহিনী মাদুরোর পাশাপাশি ফ্লোরসকেও ধরে নিয়ে যায়। তিনিও নিউ ইয়র্কের আটক কেন্দ্রে আছেন।

এর আগে কারাকাস মার্কিন বাহিনীর হামলায় কতোজন নিহত হয়েছেন সে সংখ্যা প্রকাশ করেনি। দেশটির সেনাবাহিনী শুধু তাদের নিহত ২৩ সদস্যের তালিকা প্রকাশ করেছিল।

ভেনেজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর নিরাপত্তা ইউনিটের বড় একটি অংশকে ‘ঠাণ্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা বিভাগের ৩২ জন সদস্য নিহত হয়েছেন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস মার্কিন অভিযানে সামরিক বাহিনীর যে সদস্যরা নিহত হয়েছেন তাদের স্মরণে সপ্তাহব্যাপী শোক ঘোষণা করেছেন।

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সাপ্তাহিক অনুষ্ঠানে ক্যাবেয়ো রদ্রিগেসের প্রশংসা করে তাকে ‘সাহসী’ বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, মাদুরোর পর ভেনেজুয়েলার ক্ষমতা কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেশটির স্বরাষ্ট্র, বিচার ও শান্তিমন্ত্রী ক্যাবেয়োকে বিবেচনা করা হয়।

মাদুরোকে আটক করে তুলে নিয়ে যাওয়ার পর এখন ক্যাবেয়োর ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি মানতে সহযোগিতা না করলে ক্যাবেয়োও টার্গেট লিস্টের শীর্ষে থাকতে পারেন বলে তাকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন।

সতর্ক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দাবি মানতে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেসকে পূর্ণ সহযোগিতা করা এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে ক্যাবেয়োকে। তা না হলে তাকেও মাদুরোর মতো ভাগ্য বরণ করতে হতে পারে।