রোববার ২৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১১ ১৪৩২, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

ইসলাম

হজ্জের পর হাজীদের সাধারণ কিছু ত্রুটি বর্জনীয়

 প্রকাশিত: ১৭:০৪, ১৮ জুলাই ২০২১

হজ্জের পর হাজীদের সাধারণ কিছু ত্রুটি বর্জনীয়

হজ্জ্বের পরপর, একজন মুসলমানের জীবনের এক নতুন পর্যায় শুরু হয়। আল্লাহর কাছে তার হজ্জ্ব কবুল হওয়ার প্রেক্ষিতে পাপমুক্ত নতুন এক জীবনে সে পথ চলা শুরু করে। 

আপনি যদি এবছর হজ্জ্ব করার সৌভাগ্য লাভ করেন, তবে হজ্জ্বের পরবর্তী আপনার নতুন এই জীবনে সকল ত্রুটি থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। বিশেষত হজ্জ্বের পর হাজীরা তাদের সচেতনতা না থাকার কারনেই সাধারন কিছু ত্রুটি করেন, যা তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এখানে কিছু সাধারন ত্রুটি সম্পর্কে আলোচনা করা হল।

 ১. গুনাহ করা
কোন কোন ব্যক্তি ধারনা করেন, হজ্জ্ব করার পূর্বে তারা যতখুশি গুনাহ করতে পারেন। হজ্জ্ব করার পর তাদের সকল অপরাধকে তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবেন।

আমাদের মনে রাখা উচিত, হজ্জ্ব কবুল হওয়ার বিষয়টি একমাত্র আল্লাহর উপরই নির্ভর করছে। হজ্জ্ব কবুল হওয়ার প্রেক্ষিতে একজন মানুষের অতীত গুনাহসমূহ মাফ হতে পারে। 

হজ্জ্বের পর আবার গুনাহে লিপ্ত হওয়ার বিষয়টি হজ্জ্ব কবুল না হওয়ার একটি চিহ্ন। আপনার হজ্জ্ব যদি আপনার জীবনে প্রভাব না ফেলে এবং আপনি যদি আগের মতই গুনাহে লিপ্ত হন, তবে আপনার এই হজ্জ্বের মাধ্যমে নিশ্চিত করে আশা করা যায়না, আপনার অতীতের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।

সকল স্থানে, সকল সময়ে, সকল অবস্থাতেই আল্লাহ আমাদের ইলাহ। বিশেষ কোন স্থানে, বিশেষ সময়ে ও বিশেষ অবস্থাতে আমরা শুধু পাপ থেকে দূরে থাকবো এবং অন্য সময়, স্থান ও অবস্থায় আমাদের গুনাহ করার অবাধ স্বাধীনতা আছে, এরূপ চিন্তার কোন অবকাশ নেই।

এই বিষয় সম্পর্কে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন।

২. ইহরাম পরে ঘরে ফেরা
হজ্জ্ব শেষে ঘরে ফেরার সময় কেউ কেউ ইহরাম পরেই ঘরে ফেরেন। এ আচরণ সম্পূর্ণভাবে উদ্ভট ও অযাচিত আচরন। ১০ই জিলহজ্জ্ব হজ্জ্বের সকল কার্যক্রম শেষ হওয়ার পরপরই হাজীদের ইহরাম খুলে ফেলতে হয়। 

হজ্জ্ব শেষেও ইহরাম পরিধান করে থাকা বরং হজ্জ্বের নিয়মের বিরোধী। পাশাপাশি এরমধ্যে লোকদেখানো ও লোকের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা সূক্ষ্মভাবে লুকিয়ে থাকতে পারে।

৩. ‘হাজী’ সম্বোধনে জোরাজুরি করা
হজ্জ্ব থেকে ফেরার পর কোন কোন হাজী তাকে ‘হাজী’ হিসেবে ডাকার জন্য মানুষের কাছে জোরাজুরি করেন। হজ্জ্বের মূল উদ্দেশ্যের সাথে বিবেচনা করলে এটি দৃষ্টিকটু একটি বিষয়।

হজ্জ্ব করে আসা ব্যক্তিকে অন্যকোন লোক যদি হাজী বলে, তাতে কোন প্রকার সমস্যা নেই। কিন্তু হজ্জ্ব করে আসা ব্যক্তি যদি অন্যদের তাকে হাজী বলে ডাকার জন্য জোর করে, তবে একদিকে যেমন এটি অন্যলোকদের জন্য বিব্রতকর, অন্যদিকে হজ্জ্ব করে আসা ব্যক্তির জন্য হজ্জ্ব করাটা শুধু লোক দেখানো একটি বিষয় হয়ে দাাঁড়ায় মাত্র।

৪. রুক্ষ্ম আচরণ করা
হজ্জ্ব করে আসার পর যদি একজন ব্যক্তির রুক্ষ্ম ও মন্দ আচরণ পরিবর্তন না হয়, তবে তার এই হজ্জ্ব করা সম্পূর্ণভাবে বৃথা। একইসাথে এটি তাদের হজ্জ্বের আল্লাহর কাছে কবুল না হওয়ার একটি প্রমান।

 ৫. রাসূলের নামে শপথ করা
হজ্জ্ব করার জন্য যাওয়া অনেক হাজীই হজ্জ্বের আগে-পরে মদীনায় রাসূল (সা.) এর রওজা জিয়ারত করেন। তাদের মধ্যে কেউ কেউ হজ্জ্ব থেকে আসার পর কোন বিষয়ে তার মতামতের যথার্থতা প্রকাশ করতে শপথ করেন, “সেই রাসূলের শপথ, যার রওজা আমি জিয়ারত করেছি”। 

এই ধরনের শপথ দ্বীনের মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক এবং এটি সূক্ষ্মভাবে শিরকের প্রসার করে। যদি কখনো শপথ করার প্রয়োজন হয়, তবে একমাত্র আল্লাহর নামেই শপথ করার জন্য শরীয়তে অনুমতি দেওয়া আছে। অন্যথায় শপথ না করে চুপচাপ থাকাই শরীয়তের নির্দেশনা।

আল্লাহ আমাদের এসকল বিষয় সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দিন।

অনলাইন নিউজ পোর্টাল