শেরপুরে দিনব্যাপী শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
শেরপুরে দিনব্যাপী শিশু অধিকার ও শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা শহরের আলীশান কমিউনিটি সেন্টারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘হ্যালো বিডিনিউজ’ এর আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ জ ম রেজাউল করিম।
হ্যালো বিডি নিউজ শেরপুর জেলার কোর্ডিনেটর আব্দুর রহিম বাদলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রভাষক মাসুদ হাসান বাদল।
প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো বিডি নিউজ এর কোর্ডিনেটর মনির হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিশু অধিকার, সমাজের অসংগতি এবং শিশু নির্যাতনের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য পরামর্শ দেন।
প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০ শিক্ষার্থী অংশ নেয়।