বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, পৌষ ২৫ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা

 প্রকাশিত: ১৮:১৭, ৭ জানুয়ারি ২০২৬

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে এক বছর করে মোট তিন বছরের সাজা দিয়েছেন আদালত।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান বুধবার এই তিন মামলার রায় ঘোষণা করেন।

নুরুল আবছার কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা তিনটি করা হয়।

দুদকের পিপি রেজাউল করিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি মামলার প্রত্যেকটিতে এক বছর করে কারাদণ্ড, জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।”

আসামি নুরুল আবছার জামিন নিয়ে পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন সে সময়ের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা।

ওই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায়ে নুরুল আবছারকে এক বছরের সাজা, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরেক মামলায় কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এ মামলায় নুরুল আবছারকে এক বছরের সাজা, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় আরেক মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাকে এক বছর কারাদণ্ড, ১৩ লাখ ২৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।