বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, পৌষ ২৫ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ব্রেকিং

তারেকের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ‘অনড়’: আসিফ নজরুল ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ‘আচরণবিধি লঙ্ঘন’: বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা রাজনীতির পাশাপাশি অর্থনীতিরও ‘গণতন্ত্রায়ন দরকার’: খসরু সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ, ১৫ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে দুবাইয়ে ৩ ফ্ল্যাট একরামুজ্জামানের, সাত বছরে ঋণ বেড়েছে ২২ গুণ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় আইসিসির কাছ থেকে আল্টিমেটাম পাওয়ার খবর উড়িয়ে দিল বিসিবি বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, খবর ক্রিকইনফো ও ক্রিকবাজের যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা মার্কিন তাড়া খাওয়া তেল ট্যাংকার পাহারায় রাশিয়ার নৌবহর গ্রিনল্যান্ড দখলে সামরিক বিকল্প ভাবছে ট্রাম্প কলম্বিয়ার গেরিলারা মার্কিন হামলার পর ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে

আন্তর্জাতিক

কলম্বিয়ার গেরিলারা মার্কিন হামলার পর ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে

 আপডেট: ১১:৩২, ৭ জানুয়ারি ২০২৬

কলম্বিয়ার গেরিলারা মার্কিন হামলার পর ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে

কলম্বিয়ার নিরাপত্তা বাহিনীর এক সূত্র গতকাল মঙ্গলবার এএফপিকে জানিয়েছে যে, ভেনেজুয়েলায় যারা গেরিলা কমান্ডার হিসেবে কাজ করত বলে অভিযোগ আছে তারা মার্কিন সামরিক অভিযানের পর পালাচ্ছে। 

কারাকাসে মার্কিন সামরিক বাহিনী এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বোগোটা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে সীমান্তে কোকেন পাচারের রুট নিয়ন্ত্রণকারী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং বর্তমানে বিলুপ্ত ফার্ক গেরিলা সেনাবাহিনীর কিছু অংশের নেতারা ভেনেজুয়েলায় বাস করেন।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে, ভেনেজুয়েলার ভেতরে ইএলএন-এর কিছু ঘাঁটি রয়েছে, যেগুলো মাদুরো সরকারের পক্ষেও সহ্য করা হত, যদিও মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন।

কলম্বিয়ার একজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, তিনি  তিনি এমন তথ্য পেয়েছেন যেখানে বলা হয়েছে, গেরিলা নেতারা ওয়াশিংটনের সপ্তাহান্তে হামলার পর সীমান্ত পার হয়ে নিজ দেশে ফেরার চেষ্টা করছেন।

বোগোটার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাদুরোর পতনের পর সীমান্তে গেরিলা নেতাদের উপস্থিতি কলম্বিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি করার জন্য যখন নিউ ইয়র্কে পাঠানো হয়েছে, তখন বোগোটা সম্ভাব্য আক্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে এবং ২,২০০ কিলোমিটারেরও বেশি (১,৩৭০ মাইল) সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে।

গতকাল মঙ্গলবার এএফপির সাংবাদিকরা জানায়, সীমান্তবর্তী শহর কুকুটায় কলম্বিয়ান সৈন্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।