তারেকের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেকের সঙ্গে ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন।
সে সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ এটি।
ঘন্টাব্যাপী সাক্ষাতের পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, “অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠক হয়েছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘ সময়ের গুরুত্বপুর্ণ উন্নয়ন সহযোগী দেশ।
“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, চীন ইজ আ ইম্পোর্টেন্ট ডেভেলপিং পাটর্নার অব বাংলাদেশ। তিনি বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কীভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান সেগুলো নিয়ে কথা বলেছেন। চীন কিভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে সেটাও আলোচনায় উঠে এসেছে।”
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “উনারা (চীন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রোল গুরুত্বসহকারে বিবেচনা করে এবং তারেক রহমান সাহেবই বাংলাদেশের নেতত্ব দেবেন, জনগণের নেতত্ব দেবেন পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে, এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন।
“দে আর রেডি টু ওয়ার্ক নেক্সট ইলেক্টেড গভার্মেন্ট অব বাংলাদেশ।”
তিনি বলেন, “ম্যাডাম বেগম খালেদা জিয়ার মত্যুতে তারা (চীন) আবার ব্যক্তিগতভাবে তাদের শোক প্রকাশ করেছেন। শুরুতে রাষ্ট্রদূত সাহেব তাদের দেশের পক্ষে শোক বার্তা দিয়েছেন।
“আপনারা জানেন, ম্যাডাম যেদিন ইন্তেকাল করেন ওইদিন সকাল ৭টায় চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তাদের শোক জানিয়েছেন।”