ফিলিপিন্সের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় দ্বীপের উপকূলে বুধবার ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ।
রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ওই অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি সুরিগাও দেল সুর প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর হিনাতুয়ানের নিকটবর্তী গ্রাম বাকুলিন থেকে প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ফিলিপিন্সের ভূমিকম্প বিষয়ক সংস্থা ফিভোল্কসের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪ আর এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী পুলিশ ও দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাননি তারা।
হিনাতুয়ানের স্থানীয় পুলিশ প্রধান জোয়ি মনাতো বলেছেন, “এটি ওতো শক্তিশালী ছিল না, তারপরও লোকজন বাইরে বের হয়ে এসেছিল।”
ফিভোল্কসের পরিচালক তেরেসিতো ব্যাকলকল ফোনে রয়টার্সকে জানান, এই ভূমিকম্পের ১০ কিলোমিটারের মধ্যে অক্টোবরে শক্তিশালী জোড়া ভূমিকম্প হয়েছিল, তখন সাতজনের মৃত্যু হয়েছিল।
ব্যাকলকল জানান, বুধবারের এই ভূমিকম্পে সুনামির সতর্ককর্তা জানানোর সম্ভাবনা নেই।
“ভূমিকম্পটি অনেক গভীরে উৎপত্তি হওয়ায় এটি ধ্বংসাত্মক সুনামি সৃষ্টি করেনি,” বলেন তিনি।
ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা ‘আগ্নেয় মেখলা’ এলাকায় অবস্থিত একটি দেশ। এই অঞ্চলটি আগ্নেয়গিরি ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিচিত।