বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, পৌষ ২৫ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ব্রেকিং

দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি মৌলভীবাজারে কনকনে শীত, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭ ডিগ্রি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

করমজলে কর্মশালায় গিয়ে ঢাবির অধ্যাপক আতাউর রহমানের মৃত্যু

 প্রকাশিত: ১৪:৩৪, ৭ জানুয়ারি ২০২৬

করমজলে কর্মশালায় গিয়ে ঢাবির অধ্যাপক আতাউর রহমানের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার সকালে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে ভোর রাতে তিনি মারা যান; এই শিক্ষকের বয়স হয়েছিল ৬১ বছর।

ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় যোগ দিতে অধ্যাপক আতাউর রহমান করমজল পর্যটন কেন্দ্রে গিয়েছিলেন।

সিদ্দিকুর রহমান বরেন, “প্রতিবছরের মত এবারও আমাদের একটা একাডেমিক ফিল্ড ট্রিপ ছিল। সেখানে স্যারও ছিলেন। গতকাল রাতেও সেখানে আমাদের একটা সেমিনার হয়, তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। সকালে আর উঠতে পারেননি। আমরা যখন সবাই নাস্তা করতে বসলাম, স্যার আসেনি বিধায় আমরা তাকে ডাকতে পাঠিয়েছিলাম। পরে উনার রুমে গেলে বুঝতে পারি যে স্যার আর নেই।”

তিনি জানান, অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের ‘সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়ে মারা গেছেন।

আতাউর রহমান বিশ্বাস জুলাইয়ে আন্দোলনের সময়ে আত্মপ্রকাশ করা জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ (ইউটিএল) এর আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।

পরিবারে তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে আছেন।

আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি বলেন, “শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে আতাউর রহমান বিশ্বাসের অনন্য অবদান রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন সংকট মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

আতাউর রহমান বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমদ খান।