গাইবান্ধায় ৬০ জন এতিম শিশুকে গরম পোশাক প্রদান
কাশেমুল উলুম নুরানি হাফেজিয়া ও এতিমখানার মোট ৬০ জন এতিমকে মঙ্গলবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) থেকে উষ্ণ পোশাক হিসেবে সোয়েটার প্রদান করা হয়েছে।
এই উপলক্ষে জেলার পুনাক প্রাঙ্গণে পুনাক-এর চেয়ারপার্সন ইশরাত জাহান বীথির সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে, পুলিশ সুপার (এসপি) এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা এতিমখানার এতিম শিশুদের মধ্যে গরম পোশাক বিতরণ করেন।
পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, পুনাক সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা শীত ও ঘন কুয়াশার কারণে সৃষ্ট দুর্দশা লাঘব করতে পারে। তাই শীতার্ত এতিম শিশুদের কষ্ট লাঘব করার জন্য তাদের মধ্যে গরম কাপড় বিতরণ করা হয়।
পুনাকের চেয়ারপার্সন ইশরাত জাহান বিথী বলেন, সামাজিক করপোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি গত কয়েকদিন ধরে জেলার এতিম, দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে গরম কাপড় বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল-রাজীব, পুনাকের সাধারণ সম্পাদক কাজরিমা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-মামুন, পরিদর্শক হিফজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।