বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, পৌষ ২৫ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু

গাইবান্ধায় ৬০ জন এতিম শিশুকে গরম পোশাক প্রদান

 প্রকাশিত: ১৮:২৩, ৭ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় ৬০ জন এতিম শিশুকে গরম পোশাক প্রদান

 কাশেমুল উলুম নুরানি হাফেজিয়া ও এতিমখানার মোট ৬০ জন এতিমকে মঙ্গলবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) থেকে উষ্ণ পোশাক হিসেবে সোয়েটার প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে জেলার পুনাক প্রাঙ্গণে পুনাক-এর চেয়ারপার্সন ইশরাত জাহান বীথির সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরে, পুলিশ সুপার (এসপি) এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা এতিমখানার এতিম শিশুদের মধ্যে গরম পোশাক বিতরণ করেন।

পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, পুনাক সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা শীত ও ঘন কুয়াশার কারণে সৃষ্ট দুর্দশা লাঘব করতে পারে। তাই শীতার্ত এতিম শিশুদের কষ্ট লাঘব করার জন্য তাদের মধ্যে গরম কাপড় বিতরণ করা হয়।

পুনাকের চেয়ারপার্সন ইশরাত জাহান বিথী বলেন, সামাজিক করপোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি গত কয়েকদিন ধরে জেলার এতিম, দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে গরম কাপড় বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল-রাজীব, পুনাকের সাধারণ সম্পাদক কাজরিমা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-মামুন, পরিদর্শক হিফজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।