বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, পৌষ ২৫ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যটন

দিনাজপুরে প্রজনন স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা

 প্রকাশিত: ১৮:৪০, ৭ জানুয়ারি ২০২৬

দিনাজপুরে প্রজনন স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা

দিনাজপুর পর্যটন মোটেলে ‘সাপোর্টিভ এ্যাডোলেসেন্টস অ্যান্ড ইউথ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস’ (SAY SRHR) প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর দু'টায় দিনাজপুর পর্যাটন মোটেল এর হলরুমে অনুষ্ঠান উদ্বোধনের পর মুল বিষয়ের উপর বক্তব্য দেন, ল্যাম্বের পরিচালক-সিএইচডিপি উৎপল মিন্ জ,। তিনি প্রকল্পের 'জেন্ডার ট্রান্সফরমেটিভ' বা লিঙ্গ-রূপান্তরকারী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের প্রজনন ও স্বাস্থ্যের অবনতির বিষয় তুলে ধরেন।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা অর্থায়নে এবং ওয়ার্ল্ড রেনিউ বাংলাদেশ- এর কারিগরি সহায়তায় পরিচালিত এই ৫ বছর মেয়াদী প্রকল্পটি জেলার বিরামপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, হাকিমপুর এবং ঘোড়াঘাট উপজেলায় সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী (বয়স ১০-২৪) যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব কতৃক বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের ব্যবস্থাপক মো. লুৎফুল বিন ফারুক বলেন, প্রকল্পটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থার ৬'টি স্তম্ভের সাথে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। ২ হাজার ১০৪ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট এক লাখ ৯২ হাজার ৪৭৮ জন প্রত্যক্ষ সুবিধাভোগীকে নিয়ে এই প্রকল্পের লক্ষ্য হলো—ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র গুলোকে আধুনিকায়ন করা হবে। 

প্রকল্পের প্রধান ফ্রান্সিস মন্ডল প্রকল্পের রুপরেখা আলোচনা করেন। ল্যাম্বের নির্বাহী পরিচালক বলেন, ল্যাম্ব অংশিদারিত্বে বিশ্বাস করে তাই সরকরের সাথে সমন্বয় করে এই প্রকল্প সকল কর্মসূচি বাস্তবায়ন করবে।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস কিশোর-কিশোরীদের জন্য আলাদা স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সরকারি এবং বেসরাকারি প্রতিষ্ঠানের জন্য সমন্বয় করে কাজের উপর গুরুত্ব প্রদানের উপর জোর দেন।

মো. মোজাম্মেল হক, বিভাগীয় পরিচালক- পরিবার পরিকল্পনা এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং সাপ্লাই চেইন ব্যস্থাপনায় প্রকল্পকে কাজ করার জন্য দিক নির্দেশনা দেন।

এছাড়াও বক্তব্য দেন, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ও দিনাজপুর পৌর প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।

দিনাজপুর জেলার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। তিনি তার সমাপনী বক্তব্যে সরকারের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির লক্ষ্য অর্জনে এই প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেন।

তিনি বলেন, দিনাজপুর জেলার কিশোর-কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং লিঙ্গ সমতা নিশ্চিত করার একটি শক্তিশালী ঘোষণা। কাঠামোগত পরিবর্তন এবং তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করার মাধ্যমে এই প্রকল্প জেলার সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের সরকারী উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক ও জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।