পবিত্র দুই মসজিদে প্রাথমিক চিকিৎসেবা কার্যক্রমের নতুন কাঠামো
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদ পবিত্র দুই মসজিদের প্রাথমিক চিকিত্সাসেবা কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। তারা পবিত্র দুই মসজিদে স্বেচ্চ্ছাসেবী হিসেবে প্রাথমিক চিকিত্সা সেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য একটি কর্মকাঠামো তৈরি করেছে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।
পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ বলছে, পবিত্র দুই মসজিদে স্বেচ্ছাসেবাকে উত্সাহিত করা এবং আপদকালীন সময়ে সেবা প্রদানে কর্মদক্ষতা বৃদ্ধি করাই এই প্রকল্পের উদ্দেশ্য, সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতিপূর্ণ। কর্মকাঠামোর মাধ্যমে প্রাথমিক চিকিত্সা প্রদানকারী স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোকে সমন্বিত কার্যক্রমের অধীনে নিয়ে আসা হবে। এতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সেবার মানোন্নয়ন করা সম্ভব হবে। পাশাপাশি এতে হজযাত্রী ও মুসল্লিদের মানসম্পন্ন ও নিরাপদ সেবা প্রদান করা সম্ভব হবে।
কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, স্বেচ্ছাসেবা কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংস্থাগুলোকে অবশ্যই সরকারি স্বীকৃতি ও সনদের পাশাপাশি নির্ধারিত শর্তপূরণ করতে হবে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো অবশ্যই চিকিত্সক, চিকিত্সা সামগ্রি ও জরুরি সরবারহ নিশ্চিত করতে বাধ্য থাকবে। এই ক্ষেত্রে সৌদি রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যেন মাঠ পর্যায়ের কর্মীরা নিবিঘ্নে জরুরি সেবা প্রদান করতে পারে। যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চায় তাদেরকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে কাজের অভিজ্ঞতার সনদ বা বিশেষজ্ঞ সনদ অথবা মৌলিক স্বাস্থসেবার নেওয়া প্রশিক্ষণের সনদ থাকতে হবে। স্বেচ্ছাসেবী হিসেবে যে বা যারা কাজ করতে চায় তাদেরকে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।