বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, পৌষ ২৫ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম

পবিত্র দুই মসজিদে প্রাথমিক চিকিৎসেবা কার্যক্রমের নতুন কাঠামো

 প্রকাশিত: ১৯:০২, ৭ জানুয়ারি ২০২৬

পবিত্র দুই মসজিদে প্রাথমিক চিকিৎসেবা কার্যক্রমের নতুন কাঠামো

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদ পবিত্র দুই মসজিদের প্রাথমিক চিকিত্সাসেবা কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। তারা পবিত্র দুই মসজিদে স্বেচ্চ্ছাসেবী হিসেবে প্রাথমিক চিকিত্সা সেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য একটি কর্মকাঠামো তৈরি করেছে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।

পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ বলছে, পবিত্র দুই মসজিদে স্বেচ্ছাসেবাকে উত্সাহিত করা এবং আপদকালীন সময়ে সেবা প্রদানে কর্মদক্ষতা বৃদ্ধি করাই এই প্রকল্পের উদ্দেশ্য, সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতিপূর্ণ। কর্মকাঠামোর মাধ্যমে প্রাথমিক চিকিত্সা প্রদানকারী স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোকে সমন্বিত কার্যক্রমের অধীনে নিয়ে আসা হবে। এতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সেবার মানোন্নয়ন করা সম্ভব হবে। পাশাপাশি এতে হজযাত্রী ও মুসল্লিদের মানসম্পন্ন ও নিরাপদ সেবা প্রদান করা সম্ভব হবে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, স্বেচ্ছাসেবা কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংস্থাগুলোকে অবশ্যই সরকারি স্বীকৃতি ও সনদের পাশাপাশি নির্ধারিত শর্তপূরণ করতে হবে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো অবশ্যই চিকিত্সক, চিকিত্সা সামগ্রি ও জরুরি সরবারহ নিশ্চিত করতে বাধ্য থাকবে। এই ক্ষেত্রে সৌদি রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যেন মাঠ পর্যায়ের কর্মীরা নিবিঘ্নে জরুরি সেবা প্রদান করতে পারে। যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চায় তাদেরকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে কাজের অভিজ্ঞতার সনদ বা বিশেষজ্ঞ সনদ অথবা মৌলিক স্বাস্থসেবার নেওয়া প্রশিক্ষণের সনদ থাকতে হবে। স্বেচ্ছাসেবী হিসেবে যে বা যারা কাজ করতে চায় তাদেরকে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।