বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, পৌষ ২৫ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ব্রেকিং

দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি মৌলভীবাজারে কনকনে শীত, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭ ডিগ্রি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

জকসু: ১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি ও এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই

 প্রকাশিত: ১৪:৩৫, ৭ জানুয়ারি ২০২৬

জকসু: ১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি ও এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের প্রার্থী এবং জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের তিনজন সদস্য প্রথমে চারটি বিভাগের পরে আরো তিনটি বিভাগের ফলাফল ঘোষণা করেন। এরপর দুপুরের মধ্যে আরো ছয়টি বিভাগে ফল ঘোষণা করা হয়।

১৩ কেন্দ্রের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ১৪৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৫৯ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট।

আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩৪৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা।

এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১১৯৯ ভোট।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

কেন্দ্রীয় সংসদের ২৫টি কেন্দ্র ও হল শিক্ষার্থী সংসদের ফল এখনও বাকি আছে।

কেন্দ্র

ভিপি

জিএস

এজিএস

ভূগোল ও পরিবেশ বিভাগ

রিয়াজুল ইসলাম: ১০০

একেএম রাকিব: ৯১

আব্দুল আলিম আরিফ: ৯০

খাদিজাতুল কোবরা: ৪৫

মাসুদ রানা: ৯৮

আতিকুর রহমান তানজিল: ৮৫

নৃবিজ্ঞান

রিয়াজুল ইসলাম: ১২৮

একেএম রাকিব: ১১৮

আব্দুল আলিম আরিফ: ১২৩

খাদিজাতুল কোবরা: ৭৩

মাসুদ রানা: ১০২

আতিকুর রহমান তানজিল: ১২৬

লোকপ্রশাসন

রিয়াজুল ইসলাম: ১২২

একেএম রাকিব: ১৩২

আব্দুল আলিম আরিফ: ১২৩

খাদিজাতুল কোবরা: ৬২

মাসুদ রানা: ১৩০

আতিকুর রহমান তানজিল: ১০৬

ফার্মেসি

রিয়াজুল ইসলাম: ৭৮

একেএম রাকিব: ৫৩

আব্দুল আলিম আরিফ: ৮৩

খাদিজাতুল কোবরা: ২৬

মাসুদ রানা: ৭৮

আতিকুর রহমান তানজিল: ৪৫

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

রিয়াজুল ইসলাম: ১০৬

একেএম রাকিব: ৯৪

আব্দুল আলিম আরিফ: ১১২

খাদিজাতুল কোবরা: ৫৩

মাসুদ রানা: ১০৫

আতিকুর রহমান তানজিল: ৮০

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি

রিয়াজুল ইসলাম: ৫১

একেএম রাকিব: ৩৯

আব্দুল আলিম আরিফ: ৪৬

খাদিজাতুল কুবরা: ১৮

মাসুদ রানা: ৪২

আতিকুর রহমান তানজিল: ৩০

ফিন্যান্স

রিয়াজুল ইসলাম: ১৩৮

একে এম রাকিব: ২৩১

আবদুল আলিম আরিফ: ১৬৩

খাদিজাতুল কুবরা: ১১৩

মাসুদ রানা: ১৬৩

আতিকুর রহমান তানজিল: ১৭৮

অনুজীব বিজ্ঞান

রিয়াজুল ইসলাম: ৮৭

একে এম রাকিব: ৪৬

আবদুল আলিম আরিফ: ৮৫

খাদিজাতুল কুবরা: ৩২

মাসুদ রানা: ৮১

আতিকুর রহমান তানজিল: ৪০

চারুকলা অনুষদের ৩ বিভাগ

রিয়াজুল ইসলাম: ২১

একে এম রাকিব: ১০৬

আবদুল আলিম আরিফ: ১৮

খাদিজাতুল কুবরা: ৩৬

মাসুদ রানা: ১২

আতিকুর রহমান তানজিল: ৮২

দর্শন বিভাগ

রিয়াজুল ইসলাম: ১১১

একে এম রাকিব: ১৭৫

আবদুল আলিম আরিফ: ১৩৫

খাদিজাতুল কুবরা: ৮০

মাসুদ রানা: ১১৯

আতিকুর রহমান তানজিল: ১২৪

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি

রিয়াজুল ইসলাম: ৮৯

একে এম রাকিব: ৫৭

আবদুল আলিম আরিফ: ৯৮

খাদিজাতুল কুবরা: ৩২

মাসুদ রানা: ৯০

আতিকুর রহমান তানজিল: ৪২

প্রাণীবিদ্যা বিভাগ

 

রিয়াজুল ইসলাম: ১২৮

একেএম রাকিব: ১২৮

আব্দুল আলিম আরিফ: ১৫৪

খাদিজাতুল কুবরা: ৬৮

মাসুদ রানা: ১৩১

আতিকুর রহমান তানজিল: ১০৮

মার্কেটিং

 

রিয়াজুল ইসলাম: ২০০

একেএম রাকিব: ১৮৭

আব্দুল আলিম আরিফ: ২১৪

খাদিজাতুল কুবরা: ৮৬

মাসুদ রানা: ১৯৫

আতিকুর রহমান তানজিল: ১৫৩

মোট

রিয়াজুল ইসলাম: ১৩৫৯

একেএম রাকিব: ১৪৫৭

আব্দুল আলিম আরিফ: ১৪৪৪

খাদিজাতুল কুবরা: ৭২৪

মাসুদ রানা: ১৩৪৬

আতিকুর রহমান তানজিল: ১১৯৯

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দুই দশক পর মঙ্গলবার প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয় শান্তিপূর্ণভাবে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে।

পরে গভীর রাতে আবার শুরু হয় গণনার কাজ। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতে সকাল হয়ে যায়।

সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনা আবার শুরুর প্রস্তুতি চলছে। এবার প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮ ভোট হাতে গণনা করা হবে। এরপর ওএমআর মেশিনে গণননার সঠিকতা যাচাই করে বাকি ভোট পুরোদমে গোনা হবে।

জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে এর আগে ধারণা দিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।