মনোনয়নপত্র: ইসিতে আপিলের আরও ১৩১ আবেদন
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার নির্বাচন কমিশনে আরও ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে।
এ নিয়ে তিন দিনে আপিল আবেদনের সংখ্যা দাঁড়াল ২৯৫। বুধবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য দিয়েছেন।
এবার নির্বানে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে সোমবার থেকে। প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। আর তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন করা হয়েছে ১৩১টি। ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিলের আবেদন।
তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদনের শুনানি করে নিষ্পত্তি করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।