শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

পর্যটন

সাজেকে পাহাড়ে আগুন, আতঙ্কে পর্যটকরা

 প্রকাশিত: ১১:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সাজেকে পাহাড়ে আগুন, আতঙ্কে পর্যটকরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন পাহাড়ে ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটক আতঙ্কিত হয়ে পড়ে।

হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগে থেকে সিদ্ধান্ত ছিল জুম চাষের জন্য পুরো পাহাড়ে ১৭ ফেব্রুয়ারি একযোগে আগুন লাগানো হবে। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি আগত পর্যটক ও স্থানীয়রা।

পর্যটকরা বলছেন, আগুন এমনভাবে লেগেছে আরেকটু হলে অনেকগুলো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যেত। ক্ষতির সম্মুখিন হতো অসংখ্য পর্যটক। শুধু তাই নয় এ আগুন পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করেছে। জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে জানান তারা।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী (জয়) বলেন, পাহাড়ে আগুন দেওয়ার বিষয়ে তারা আগে সিদ্ধান্ত নিয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে তাদের প্রস্তুতিও ছিল।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, আগুনের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। এর প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে।

ইউএনও আরও বলেন,  সাজেকে নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে। আগুনের ফলে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।